আর্কাইভ
logo
ads

কুন্দের জোড়া গোলে বার্সার জয়, অন্যদিকে চেলসির হার

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পি.এম
কুন্দের জোড়া গোলে বার্সার জয়, অন্যদিকে চেলসির হার

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লীগের আগের রাউন্ডে বার্সেলোনাকে ঘরের মাঠে বিধ্বস্ত করে চেলসি। ষষ্ঠ রাউন্ডে এসে বিপরীত চিত্র দেখলো দু’দলই। ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লীগ ফেরার রাতে শুরুতে পিছিয়ে পড়ে বার্সেলোনা। বিরতির পর তিন মিনিটের ব্যবধানে জোড়া গোলে কাতালানদের জয় এনে দেন জুল কুন্দে। একটি অ্যাসিস্ট করে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে একটি রেকর্ডে পেছেন ফেলে দেন লামিন ইয়ামাল। অন্য ম্যাচে তুলনামূলক পুঁচকে ক্লাব আতালান্তার বিপক্ষে প্রথমে এগিয়ে গেলেও, জয় নিয়ে ফিরতে পারেনি চেলসি। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে হার ২-১ গোলে।

কুন্দের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করে চ্যাম্পিয়নস লীগে এখন পর্যন্ত ১৪ গোলে অবদান রেখেছেন ইয়ামাল (৭টি করে গোল ও অ্যাসিস্ট), যা ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। রিয়ালের ফরাসি তারকা এমবাপ্পের নামের পাশে আছে ১৩টি অবদান। সেই সঙ্গে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় টানা দুই ম্যাচ পর জয়ের মুখ দেখলো কাতালানরা। চেলসি ম্যাচের আগে ক্লাব ব্রুজের মাঠে ৩-৩ গোলে ড্র করে বার্সা।

এদিন ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে কাতালানরাই। পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের পায়ে রাখা স্বাগতিকরা ১৬টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৮টি। ফ্রাঙ্কফুর্টের ৬টির মধ্যে লক্ষ্যে থাকে ৪টি শটই। ২০২১-২২ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ক্যাম্প ন্যুতে এই ফ্রাঙ্কফুর্টের বিপক্ষেই ৩-২ গোলে হার দেখে বার্সেলোনা। এবারও তেমন কিছুর আশা জাগিয়ে ২১তম মিনিটে জার্মান ক্লাবটিকে এগিয়ে নেন আন্সগার নাফ। এর আগে রবার্ট লেভানদোভস্কি একবার জালে বল জড়ালেও, অফসাইডে বাতিল হয় সেটি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।

মাঠে ফিরে ৫১ ও ৫৩তম মিনিটে জোড়া গোল করেন কুন্দে। বাঁ দিক থেকে বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডের দারুণ এক ক্রসে হেডে সমতা টানেন তিনি। এরপর ইয়ামালের ক্রসে আরেকটি হেডে দলের জয়সূচক গোলটি করেন এ ফরাসি ডিফেন্ডার। শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইনেই জয় নিশ্চিত করে বার্সা।

অন্য ম্যাচে, আতালান্তার মাঠে এক গোলের লিড নিয়ে বিরতি যায় চেলসি। ২৫তম মিনিটে ব্লুদের একমাত্র গোলটি করেন জোয়াও পেদ্রো। তবে মাঠে ফিরে লিড ধরে রাখতে পারেনি এ ম্যাচের সফরকারীরা। ৫৫তম মিনিটে গিয়ানলুকা স্কামাক্কার গোলে এগিয়ে যায় স্বাগতিক আতালান্তা। ৮৩তম মিনিটে তাদের জয়সূচক গোলটি করেন চার্লস ডি কাটেলায়েরে।

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ