আর্কাইভ
logo
ads

তারেক রহমান ফিরছেন, চলছে বগুড়ার বাসা সংস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পি.এম
তারেক রহমান ফিরছেন, চলছে বগুড়ার বাসা সংস্কার

বগুড়া শহরের সুত্রাপুরের এই তিনতলা বাড়িটি তারেক রহমানের। ১৮ বছরপর চলছে সংস্কার কাজ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে আসছেন আগামী ২৫ ডিসেম্বর। ১৮ বছর পর দেশে আসার খবরটি নিশ্চিত হওয়ায় বগুড়ায় তারেক রহমানের বাসাটি এখন সংস্কার চলছে দ্রুত গতিতে। বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে তিনতলা এই বাসাটির অবস্থান। বাড়ির গেটে বড় করে লেখা রয়েছে 'গ্রীণ এস্টেট'।

১৮ বছর পর খুব জোরেসোরেই গ্রীণ এস্টেটের সংস্কার কাজ চলছে বাসাটির। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে তা চোখে পড়ে। তৎকালীন সময়ে এই বাসা থেকেই বগুড়া তথা উত্তরাঞ্চলের নেতাদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন গভীর রাত পর্যন্ত। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারনে এবং আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন জানা গেলে বাড়ীটি সংস্কারের কাজে হাত দেয়া হয়।

স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সুত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু তারেক রহমানকে তারই বাসার পাশের  ৫ শতক জমি মৌখিক ভাবে দেন। সেখানে তারেক রহমান নিজের টাকায় বাড়ীটি করেন। বিশেষ নিরাপত্তা অনুযায়ী বাড়ীর ডিজাইন এবং সিড়ি করা হয়। মূলত তারেক রহমান বগুড়ার এই বাড়ীটাকেই ঠিকানা হিসাবে নিয়েছিলেন। ওয়ান ইলিভেনে যখন তারেক রহমান গ্রেপ্তার হন এবং লন্ডন চলে যান তারপর থেকে ওই বাড়ীতে কোন কেয়ার টেকারও থাকে না। বাড়ীর গেট এবং দেয়ালের রং চটে গেছে। অনেকটা পরিত্যক্ত। লোকজন যখনই ওই বাড়ীর পাশ দিয়ে যায় এক নজর হলেও তাকিয়ে থাকে।

তারেক রহমানের আগমনের বার্তা পেয়ে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু সংস্কার কাজটি শুরু করেছেন। তারেক রহমানের লন্ডন যাওয়ার পর থেকেই তিনতলা বিশিষ্ট ভবনটি প্রায় ১৮ বছর ধরে বন্ধ থাকায় আসবাব পত্র সহ ভিতরের সব কিছু প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। অথচ, তারেক রহমান দেশে থাকা অবস্থায় উত্তরাঞ্চলের যে জায়গা যেতেন গভীর রাত হলেও ফিরতেন বগুড়ার বাসায় এবং রাত্রি যাপন করতেন। এই বাসা থেকে বগুড়া তথা উত্তরাঞ্চলের নেতাদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন গভীর রাত পর্যন্ত।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান জানান, আমার বাসার পাশেই তারেক রহমানের বাসা। আমি জায়গাটি উনাকে মৌখিক ভাবে দেই।  তিনি  নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিজেই বাসা নির্মান করেছেন।

হেলালুজ্জামান তালুকদার লালু জানান, উনার (তারেক রহমান) বাংলাদেশ আগমনের বার্তা জানার পর আমি উনার নিজের বাসা সংস্কারে হাত দিয়েছি। কারণ তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করছেন। ওটা উনার নিজের বাসা। বগুড়ায় না এসে উনি থাকতেই পারবেন না এবং নিজের বাসাতেই থাকবেন এটা আমার উপলব্ধি। তবে, যতটুকু জেনেছি - ঢাকা থেকেই মনোনয়ন দাখিল করবেন। কেন্দ্রীয় নেতারা এতটুকু আভাষ দিয়েছেন। মনোনয়ন ঢাকা থেকে দাখিল করলেও বগুড়ায় তিনি আসবেন এবং উনার বাসাতেই থাকবেন।

শনিবার দুপুরে তারেক রহমানের বাসার কাজের তদারকি থাকা রেজা বলেন, তারেক রহমানের এই বাড়িতে আমি কাজ করছি ২০০৪ সাল থেকে। গত ১৮ বছর বাড়ি বন্ধ হয়েছিল। অনেক কিছুই নষ্ট হয়েছে। সবকিছু আবার সাবেক এমপি লালু সাহেবের নির্দেশনা মোতাবেক সংস্কার করা হচ্ছে। আমরা আনন্দিত নেতা দেশে আসছেন। আর বগুড়া আসলে অবশ্যই তার নিজের বাড়িতেই থাকবেন। তার রাজনীতি পরিচালনা করবেন। আমরা আশা নিয়ে বসে আছি। দিনরাত কাজ চলছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ