ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে উত্তাল হয়ে রয়েছে বগুড়া। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার বিকেল অব্দি টানা কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ, এনসিপি, জুলাই যোদ্ধা ও ছাত্র শিবির এসব কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর পাওয়ার পরপরই রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এনসিপির নেতৃবৃন্দ। প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার বগুড়া শহরের বিভিন্ন মসজিদে বাদ জুম্মা ওসমান হাদীর জন্য বিশেষ দোয়া করা হয়। এরপর বেলা আড়াইটার দিকে শহরের সাতমাথায় ছাত্র অধিকার পরিষদ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধারা একহয়ে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়গুলি প্রদক্ষিণ করে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভ সামনে এসে মিলিত হয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মনোয়ার হোসেন, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান পলাশ, জুলাই আন্দোলনে শহীদ রায়হানের মা, আহত নাজমুল হাসান নেহাল সহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছিল হাদী। সেই হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো। এরআগে ২৯ আগষ্ট প্রকাশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের উপর ঢাকায় হামলা করা হয়েছিল। সেই হামলার বিচার হয়নি। সেই হামলার বিচার না হওয়ার কারণে ফ্যাসিস্টরা মাথা চাড়া দিয়ে উঠার চেষ্ঠা করছে। ওই হামলার বিচার হলে হাদীকে তার জীবন দিতে হতো না। অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে স্বরাষ্ট্র উপদেষ্ঠাকে পদত্যাগের দাবি জানান তারা।
বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া এনসিপি বগুড়া জেলা কমিটি ও অঙ্গ সংগঠনের নেতার্কমীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শহরের ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় গিয়ে মহাসড়ক ব্লকেড দিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এসময় নেতৃবৃন্দ বনানী মোড়কে শহীদ হাদী চত্বর হিসেবে ঘোষণা করেন। প্রায় আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ করে নেতার্কমীরা স্লোগান দিতে থাকে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীর, ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, আব্দুল্লাহ আল ওয়াকি প্রমুখ।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মফিজপাগলার মোর থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির বগুড়া শহর শাখা। মিছিল শহরের সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকারি পরিষদের অন্যতম সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, অফিস সম্পাদক সজিবুল ইসলাম সজিব সহ বগুড়া শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় মহান বিপ্লবী নেতা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার জড়িত সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানান ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।



