আর্কাইভ
logo
ads

মাগুরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটরের বাড়িতে অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পি.এম
মাগুরায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটরের বাড়িতে অগ্নিসংযোগ

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) মো. মাহবুবুল আলম গোরা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) তানভীর হাসান জোহার মালিকানাধীন ভবনে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার পর মাগুরা জেলা জজ আদালতের সামনের ‘জোহা ভবনে’ এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, পূর্বপরিকল্পিতভাবে দুই লিটারের পানির বোতলে ভরে আনা অকটেন ব্যবহার করে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে সরে পড়ে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে পানি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ভবনটি। তবে পুরাতন এ ভবনে কেউ বসবাস করেন না।

জোহা ভবনের সামনের ডেকোরেটর সামগ্রী ভাড়া দেওয়া তরুণ কুমার জাবলেন, ‘প্রথমে ভেবেছিলাম সাধারণ কোনো আগুন। পরে যখন পানির বোতলে তেল (অকটেন) দেখতে পাই, তখন সন্দেহ বাড়ে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ।’

ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস বলেন, ‘আমি নিজের জন্য ঔষুধ কিনতে গিয়েছিলাম চৌরঙ্গীমোড়ে, খবর পেয়ে দ্রুত এসে দেখি জানালার অংশে আগুন ছড়িয়ে পড়েছে।’

স্থানীয় মুদি দোকানি প্রদীপ মণ্ডল বলেন, ‘রাত সাড়ে দশটার পরই আগুনের ঘটনা ঘটে।’

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, ‘এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সরকারি দুটি অফিসে ককটেল বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ