আর্কাইভ
logo
ads

সান্তাহার বেনীমাধব আশ্রমে হরিবাসর শুরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশকাল: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম
সান্তাহার বেনীমাধব আশ্রমে হরিবাসর শুরু

অনলাইন ডেস্ক

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে আদমদীঘি উপজেলার সান্তাহার রথবাড়ী বেনীমাধব সন্যাসীর ১০৪ তম তিরোধাম দিবস উপলক্ষে ষোল প্রহর ব্যাপী লীলারস কীর্তন হরিবাসর শুরু হয়েছে। গত শুক্রবার রাতে গঙ্গা আবাহন, মঙ্গল ঘট স্থাপন ও গীতা পাঠের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। আজ শনিবার ২০ ও ২১ ডিসেম্বর রোববার দুই দিন ব্যাপী লীলারস কীর্তন এবং ২২ ডিসেম্বর সোমবার কুঞ্জভঞ্জ অন্তে মথ্যান্হে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরতি,ভোগদর্শন, মহাপ্রসাদ বিতরন করা হবে।

সান্তাহার রথবাড়ী বেনীমাধন আশ্রমে হরিবাসরে কীর্তন পরিবেশন করবেন, কীর্তনীয়া- নরোত্তম দাস বাবু, শ্রী অঞ্জলী সরকার, অরবিন্দু চন্দ্র বর্মন, শ্রীমতি নন্দিনী হালদার। হরিনাম যজ্ঞ কমিটির পক্ষ থেকে সকল ভক্ত বৃন্দদের হরিবাসর উপভোগের আমন্ত্রন জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ