শনিবার দুপুর ১টায় বগুড়া শহরের সাতমাথায় পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থে নিরাপদ কর্মপদ্ধতি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা রেফ্রিজারেশন ওয়ার্কশপ মালিক কল্যাণ এসোসিয়েশন।
মানববন্ধনে বগুড়া জেলা রেফ্রিজারেশন ওয়ার্কশপ মালিক কল্যাণ এসোসিয়েশনের সভাপতি শম্ভুনাথ পোদ্দারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মাহমুদুর রহমান বিপ্লব।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান শামীমের সঞ্চালনায় সংগঠনের সহ সভাপতি আবদুল বারী, সাংগঠনিক সম্পাদক এসএম সৌরভ, মামুন, শাহনেওয়াজ সহ আরও অনেক বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাতে ব্যবহৃত গ্যাস ও বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। দক্ষ কারিগরি জ্ঞান ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ওজোন স্তর রক্ষা, বায়ু দূষণ হ্রাস এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, দক্ষ হাতে কাজ করলে যেমন গ্রাহক সেবার মান বাড়ে, তেমনি পরিবেশ দূষণও রোধ করা যায়। আমাদের সকল ওয়ার্কশপে নিরাপদ গ্যাস ব্যবস্থাপনা, মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার ও প্রশিক্ষিত কারিগর নিয়োগ নিশ্চিত করতে হবে।



