আর্কাইভ
logo
ads

রাফিনিয়ার জোড়া গোলে লীগের শীর্ষ স্থানে বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এ.এম
রাফিনিয়ার জোড়া গোলে লীগের শীর্ষ স্থানে বার্সেলোনা

রাফিনিয়ার দুর্দান্ত জোড়া গোলে ওসাসুনাকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষ অবস্থানে বার্সেলোনা। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বার্সা। ২৩তম মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে ফেরান তোরেসের হেডে করা গোল বাতিল হয় ভিএআরে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় বার্সেলোনা। লামিনে ইয়ামাল ও রাশফোর্ড কয়েকবার গোলের কাছাকাছি গেলেও ওসাসুনার রক্ষণ ভাঙতে সময় লাগে। অবশেষে ৭০তম মিনিটে পেদ্রির পাস থেকে দুর্দান্ত শটে জালের নিচের ডান কোণে বল পাঠিয়ে দলকে লিড এনে দেন রাফিনিয়া।

এরপর ইয়ামালের একটি বাঁকানো শট রুখে দেন ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরা।তবে ম্যাচের শেষ দিকে, ৮৬তম মিনিটে জুলস কুন্দের ডিফ্লেক্টেড ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনিয়া।এই জয়ের মাধ্যমে বার্সেলোনা টানা সাতটি লা লিগা ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জয় পেল, ২০১৭ সালের পর যা প্রথম। 

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ