বাংলাদেশ ক্রিকেটে নতুন এক মাইলফলক। প্রথমবারের মতো অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ টেস্ট সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠের দুই আম্পায়ারের একজন সৈকত। তার সঙ্গে দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক।
টিভি আম্পায়ার হিসেবে আছেন ভারতের নিতিন মেনন।অ্যাশেজে আগেও আম্পায়ারিং করেছেন সৈকত, তবে সেটা মাঠে নয়, টিভি আম্পায়ার হিসেবে। পার্থে প্রথম টেস্টে প্রযুক্তিনির্ভর দায়িত্ব কাধে নিয়েছিলেন তিনি।



