আর্কাইভ
logo
ads

বগুড়ায় ‘মানুষের কথা’ অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পি.এম
বগুড়ায় ‘মানুষের কথা’ অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু

বগুড়ায় সাজসাজ রবে যাত্রা শুরু করলো নতুন অনলাইন নিউজ পোর্টাল 'মানুষের কথা'। বুধবার বিকেলে শহরের কবি নজরুল ইসলাম সড়কে পোর্টালের নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান এবং পোর্টালের প্রকাশক ও সম্পাদক হাসান আলী আলাল। 

তিনি বলেন, মানুষের কথা অনলাইন পোর্টাল শহরের সাংস্কৃতিক আবহ আর মানুষের স্বপ্ন–আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর। এ অঞ্চলের সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও অর্জনকে তুলে ধরার অঙ্গীকার নিয়েই আমাদের এই যাত্রা শুরু। আমরা বিশ্বাস করি, সংবাদ শুধু তথ্য নয় এটি মানবতার প্রতি দায়বদ্ধতা। সবার সহযোগিতায় পোর্টালটি বাস্তবতার নিরিখে আপামর জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে। 

নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক চপল সাহার  সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেডের ডিএমডি আরমান খোসাইন, ডিরেক্টর ইকবাল নূর শুভ, আদনানুল ইসলাম, আবিদ হোসেন, সিইও সিদ্দিকুর রহমান, সিইও ইব্রাহিম মাসুম, এমআইএস সীমা আক্তার, বিশেষ প্রতিনিধি আজাহার আলী, আইটি ইনচার্জ সাজ্জাদ হোসাইন রিমন, সিনিয়র স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন জনি, এক্সিকিউটিভ ইনচার্জ ধ্রুব জ্যোতি সাহা সহ আকবরিয়া লিমিটেড ও অনলাইন পোর্টালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের স্রোতে বেয়ে সংবাদ আজ ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ সমাজের দর্পণ। একঝাঁক তরুণ-উদ্যমী সংবাদকর্মী নিয়ে ‘মানুষের কথা’ সেই দর্পণটিকে আরও স্বচ্ছ করার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে। শুধু খবর পরিবেশন নয়, এই মাধ্যম মানুষের জীবনের গল্প, সংগ্রাম, সাফল্য, এবং সামাজিক প্রগতির চিত্র ফুটে তুলবে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ