ক্রমাগত ইনজুরিতে নেইমারের অবস্থা সংকটাপন্ন। তবে আজ বাংলাদেশ সময় সকালে একটু হলেও নিজের সোনালি দিন ফিরিয়ে এনেছিলেন সান্তোস তারকা। ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে সব কটি গোলই নেইমারের, অর্থাৎ হ্যাটট্রিক করেন।
লিগে টিকে থাকার লড়াইয়ে থাকা সান্তোসের জন্য ম্যাচটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ। গত কয়েক ম্যাচ ধরে ব্যথা নিয়েই খেলছেন ৩৩ বছর বয়সী নেইমার। ক্লাব-সংশ্লিষ্ট সূত্র ইএসপিএন ব্রাজিলকে জানিয়েছে, মৌসুম শেষে তার বাঁ হাঁটুর মেনিসকাস ইনজুরি সারাতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার লাগতে পারে।
তবে মাঠে নামার পর এসব নিয়ে ভাবার সুযোগ দেননি নেইমার।
৫৬তম মিনিটে দ্রুত আক্রমণ থেকে প্রথম গোল করে দলকে স্বস্তি এনে দেন তিনি। কিছুক্ষণ পর ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করা—সব যেন এক নিখুঁত ছন্দ। এর মধ্য দিয়েই সান্তোসের হয়ে ১৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন নেইমার।
এই জয়ে অবনমন অঞ্চলের ওপর ভালো স্থানে আছে সান্তোস। এক ম্যাচ হাতে রেখে তারা এখন ভিটোরিয়ার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে। বারবার চোটে ভুগলেও আগামী গ্রীষ্মের বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার আশা ছাড়েননি নেইমার। কোচ কার্লো আনচেলত্তিও জানিয়ে দিয়েছেন, ‘ফিট নেইমার’কে দলে দেখতে তিনি উন্মুখ।



