আর্কাইভ
logo
ads

জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৫ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এ.এম
জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

শাহ্ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার  (৫ ডিসেম্বর)) বিকেল ৪টায় জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে এসব জার্সি  উন্মোচন করা হয়। টুর্নামেন্টটির জার্সি স্পন্সর করেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুহিত মনির।

জার্সি উন্মোচন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলাল। এসময় তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে আমাদের তারুণ্যের যে সম্ভাবনা রয়েছে তারও বিকাশ ঘটবে বলে  মনে করি।

অনুষ্ঠানে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সভাপতি মুস্তাকিন বিল্লাহ'র সভাপতিত্বে ও রুকন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আকমল হোসেন ভূঁইয়া, ক্লাবের উপদেষ্টা আব্দুল সালাম, জামিল আহমদ, শেলু মিয়া, সাংবাদিক আমিনুল হক সিপন, অঞ্জন চৌধুরী।

বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আব্দুর  রহিম তাহের,  টিম ম্যানেজার মোঃ জমির হোসেন, টিম ডিরেক্টর মুন্না আহমেদ, শেলু মিয়া প্রমুখ।

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ