আর্কাইভ
logo
ads

বগুড়ায় শহীদ হাদির গায়েবানা জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম
বগুড়ায় শহীদ হাদির গায়েবানা জানাজায়  মানুষের ঢল

শনিবার দুপুরে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শহীদ হাদির গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়।

শনিবার বেলা আড়াইটায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শহীদ ওসমান শরীফ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চ বগুড়ার আয়োজনে গায়েবানা জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপি, জেএসডি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেয়।

ইনকিলাব মঞ্চ বগুড়ার আহবায়ক মুয়াজ বিন মোস্তাফিজের পরিচালনায় শহীদ হাদির গায়েবানা জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল।

এসময় গায়েবানা জানাজা নামাজে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আ স ম আবদুল মালেক, জেএসডি নেতা রেজাউল বারী দিপন সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতার ঢাল নামে।

জানাজা নামাজের পূর্বে বক্তারা বলেন, হাদি আমাদেরকে জানিয়ে দিল গেছে ফ্যাসিস্টরা এখনও এদেশে রয়েছে। তারা দেশটাকে অস্থিতিশীল করতে চোরা গুপ্তা হামলা করছে। কোন ষড়যন্ত্র এদেশের নির্বাচনকে বাঁধা গ্রস্থ করতে পারবে না।।হাদিকে হত্যার মধ্যে দিয়ে এদেশের ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে। যারা ভারতের আধিপত্যবাদকে সরিয়ে বাংলাদেশী হিসেবে পরিচয় দিবে। ভারতের দালালদের ঠাঁই এদেশে হবে না।

শহীদ হাদির গায়েবানা জানাজা নামাজ পড়ান শাহপাড়া জামে মসজিদের খতিব হাফেজ আহসান হাবিব সাকি। জানাজা নামাজ শেষে শহদী হাদির আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ