আর্কাইভ
logo
ads

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বগুড়ায় যুবদলের স্বাগত মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পি.এম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বগুড়ায় যুবদলের স্বাগত মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ায় যুবদলের স্বাগত মিছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে  বিশেষ স্বাগত মিছিল বের হয়। বৃহস্পতিবার বিকেল পৌণে ৫টায় মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে শুরু হয়ে তিন কিলোমিটার দুরে শহরের নবাববাড়ি সড়কের পুলিশ প্লাজায় এসে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্য রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমানকে ১৮ বছর বাংলাদেশের প্রবেশ করতে দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন। বাংলাদেশে নতুন ইতিহাসের সৃষ্টি হবে তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে। ১৮ কোটি মানুষ এখন তারেক রহমানের প্রতীক্ষায় রয়েছে। সেই প্রতীক্ষার অবসান হবে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যেদিয়ে। সারাদেশে ২৫ ডিসেম্বর হবে খুশির দিন। যা সারাদেশের মানুষ একসাথে উদযাপন করবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম। এছাড়াও শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র, সাধারণ সম্পাদক তৌহিদ সহ জেলা যুবদলের ২৪টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ