আর্কাইভ
logo
ads

আরাকান আর্মির কবলে ৯ বাংলাদেশি জেলে

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পি.এম
আরাকান আর্মির কবলে ৯ বাংলাদেশি জেলে

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের দুই নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-এর সদস্যরা। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।ঘটনার শিকার ট্রলার দুটি শাহপরীর দ্বীপ ডাংগরপাড়া এলাকার রাশেদ ও মো. ফারুকের মালিকানাধীন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার শেষে সকাল ৮টার দিকে চারটি মাছ ধরার নৌকা ঘাটে ফিরছিল।

এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিলে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হয়। তবে বাকি দুটি নৌকা ধরে নেয় তারা। নৌকা দুটিতে ৯ জন জেলে ছিলেন বলে জানান তিনি।

আব্দুল গফুর বলেন, এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।অনেকেই সাগরে যেতে ভয় পাচ্ছেন।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ১০ মাসে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি।

বিজিবির সহায়তায় তাদের মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা সম্ভব হলেও এখনো প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে আটক রয়েছেন। এর ফলে উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রবণতা কমে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ