আর্কাইভ
logo
ads

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলন মামলায় আওয়ামী লীগ সহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পি.এম
বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলন মামলায় আওয়ামী লীগ সহ গ্রেপ্তার ১০

বগুড়ায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে গ্রেপ্তার ১০।

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় ও জাল টাকা সহ জেলা পুলিশের অভিযানে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের ৮ জনসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশ মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত  বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলার পলাতক আসামী ও বগুড়া জেলার আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে থাকা বহুল আলোচিত আসামী ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম (৪৫) ও শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জহরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়। আসামী রেজাউল করিমের বিরুদ্ধে ২টি বিষ্ফোরক আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে নন্দীগ্রাম থানা পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামী উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও মারিয়া পশ্চিমপাড়ার মোঃ জাকিরুল ইসলামকে (৫৬)।

সারিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সারিয়াকান্দি পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করে।

অপরদিকে শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৪ জন ও জাল টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মেহেদুল ইসলাম মেহেদী (৪১) ও মোঃ জাহিদুর রহমান (৪৭), উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু জাফর (৪২), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুল ইসলাম (৪৫) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার আরেক অভিযানে উপজেলার ফুলদীঘি মধ্যপাড়া এলাকায় সাড়ে ৪ হাজার টাকার জাল নোট সহ মোঃ মিজানুর রহমান ও বিটুলকে গ্রেপ্তার করে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ