আর্কাইভ
logo
ads

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পি.এম
বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া ডিবি পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বগুড়ায় ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেল ৩টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো, বগুড়া সদরের এরুলিয়া শিলকিবান্দা এলাকার মোঃ রক্সি শেখ (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই ইফতেখারুল ইসলাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রক্সি শেখকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে বুধবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ