বগুড়ায় ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেল ৩টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো, বগুড়া সদরের এরুলিয়া শিলকিবান্দা এলাকার মোঃ রক্সি শেখ (৪০)।
অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই ইফতেখারুল ইসলাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রক্সি শেখকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে বুধবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।



