বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (IFRC)-এর সহযোগিতায় বগুড়া জেলার বিভিন্ন এলাকার ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চাঁন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী সদস্য সহিদ-উন-নবী সালাম, মোঃ আবিদুর রহমান সোহেল, মোঃ মাহফুজুল হক ও রাশেদা খাতুন রাণী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটের লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম, যুব ও স্বেচ্ছাসেবক প্রধান রায়হান খন্দকারের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগী নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির বিতরণ বিধিমালা শতভাগ অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।



