আর্কাইভ
logo
ads

পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পি.এম
পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত

সংগৃহীত ছবি

ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক জমি থেকে মাটি কাটে। এই জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল।

এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ সকালে বিরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যায়। একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে চলে যেতে বলে। তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারও গুলি করে এবং বিরু মোল্লার মাথায় গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, তারা পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল। তখন বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ