বগুড়া দুপচাঁচিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, মারপিট ও গুলিবর্ষণের শহীদ মনিরুল ইসলাম মনির হত্যার অভিযোগে গত সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার তালোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য কইল দক্ষিণ পাড়ার মৃত জলিল মিস্তির ছেলে শহিদুল ইসলাম ভুট্টু (৫৫) ও দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মহলদার পাড়ার হাফিজার প্রামানিকের ছেলে আব্দুল হাকিম (৩৮)।
থানা পুলিশ সুত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে গত ২০২৪ সালের ৪ আগস্ট রোববার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থানীয় জে.কে কলেজে জমায়েত হয়। দুপুর ১২টায় কলেজ হতে মিছিল বের করেন তারা। মিছিলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড হয়ে থানার দিকে আসার পথে মিছিলটি থানা থেকে প্রায় ৫শ’ ফিট দূরে পৌছিলে আগে থেকে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকে প্রতিহত করার জন্য আগ্নেয়াস্ত্রসহ লাঠি, রড, দিয়ে মিছিলের ওপর এলোপাথারি হামলা করে। এসময় পাশ্ববর্তী কাহালু উপজেলার বীরকেদার গ্রামের শামছুল হক ফকিরের ছেলে নওগাঁ বদলগাছি উপজেলার বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মুনিরুল ইসলাম মুনির (২২) গুলিবিদ্ধ হন।
এরপর তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা শামছুল হক ফকির গত শনিবার রাতে ৩৫ জন আওয়ামীলীগের নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে মঙ্গলবার দুপুরে বগুড়ায় আদালতের মাধ্যমে আসামীদের হাজতে প্রেরন করা হয়েছে।



