আর্কাইভ
logo
ads

বগুড়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পি.এম
বগুড়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন

বগুড়ায় মুক্তির ফুলবাড়ীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। এরপর হাইওয়ে পুলিশ, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

 বগুড়া জেলা বিএনপি সকালে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জেলা জাসাসসহ অন্যান্য সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

একই সময়ে বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া ও বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যরা।

দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

এরপর বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, তিন দিনব্যাপী বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ