আর্কাইভ
logo
ads

আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি- বগুড়া জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পি.এম
আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি- বগুড়া জেলা প্রশাসক

বগুড়া সদরের কৈচর বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা রবিবার বিকেলে বগুড়া সদরের কৈচরের ফাঁপোর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াজেদ।

আলোচনা সভার পূর্বে ফাঁপোর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কৈচর বধ্যভূমিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। এ জাতিকে মেধা শুন্য করতে ১৯৭১ সালের এই দিনে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। টার্গেট করে করে, খুঁজে এনে কবি, শিক্ষক, সাংবাদিকদের হত্যা করা হয়। পাকিস্তানিরা জানত না, আমাদের কোথায় কে কে আছে। আমাদের দেশের কেউ কেউ সহযোগীতা করেছে তাদের।  তাই আমাদের সজাগ থাকতে। আমাদের সন্তানদের জন্য সুন্দর দেশ গড়ে তুলতে হবে। এই যুদ্ধ আমাদের করতে হবে। কোন অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেয়া যাবে না।

এদিন সন্ধ্যায় বধ্যভূমিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ সহ অন্যান্যরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলিত করেন।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ