আর্কাইভ
logo
ads

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা ও চকোসিরাপ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পি.এম
বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা ও চকোসিরাপ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩ জন।

বগুড়ায় সদর থানা পুলিশ ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও চকো সিরাপ উদ্ধার করেছে। এসময় এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানা সুত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরের লতিফপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১৬০ সিসি মোটরসাইকেলসহ লালমনিরহাট সদরের শিবেরিকুটি এলাকার মোঃ মোশারফ হোসেন (২৪) ও বগুড়া সদরের সাবগ্রাম আকাশতারা এলাকার মোঃ ইউনুছ মন্ডলকে (৩২) গ্রেপ্তার করা হয়।

অপরদিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযান চালিয়ে মুরাদপুর এলাকায় রংপুর হইতে ঢাকা গামী মহাসড়কের উপর ২৫ বোতল মাদকদ্রব্য চকো সিরাপ সহ রংপুরের পীরগঞ্জের ওসমানপুর এলাকার মোছা: আমেনা বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ