বগুড়া শহরের খান্দার চারতলা কসাইপাড়া এলাকার ক্যাডার ও নিষিদ্ধ আওয়ামীলীগের দোসর শান্ত অত্যাচার, হামলার প্রতিবাদে রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাতমাথায় মানববন্ধন করেন।
মানববন্ধনে ক্যাডার শান্তর বিচারের দাবিতে মানববন্ধন বক্তব্য রাখেন অসিম সেখ, নুরনাহার বেগম, সাবিনা বেগম, সামছার, নাছিমা, ঐসি, আরজিনা বেগম, নুরুল ইসলাম, আব্দুল মমিন, রফিক, সাদিকুর।
মানববন্ধনে বক্তারা বলেন, অসীম শেখের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী শান্ত। তারা থানায় অভিযোগ দিয়েছে কোন কাজ হয়নি। সুযোগ পেলেই ক্যাডার শান্ত অসীম শেখের পরিবারের উপর হামলা করে। তার বোনের ওপর হামলা করে দাঁত ভেঙ্গে দিয়েছে। চাকু ছুরি দেখিয়ে সব সময় ভয় দেখানোর চেষ্টা করছে। ক্যাডার শান্ত তাদের আত্মীয়। কিন্তু জায়গা দখল করতে গত ৩/৪ মাস ধরে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে, মারধর করছে। পরিবারটিকে যে সাহায্য করছে তাদেরই হুমকি দিচ্ছে শান্ত। আমরা দ্রুত প্রশাসনের কাছে বিচার চাই। প্রশাসন যেন তদন্ত করে আসামিকে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।



