ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বগুড়ায় জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা, সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি বক্তব্য রাখেন জুলাই শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগীয় চেয়ারম্যান উজ্জ্বল, জেলা জেএসডি নেতা রেজাউল বারী দিপন, জুলাই যোদ্ধা সৈকত, রুহুল আমিন, আবুল কালাম, নাহিদ, নান্নুমতি, রকি, চাঁদ আলী সহ আরও অনেকে।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, দেশের জন্য যে ক'জন সম্মুখ জুলাই যোদ্ধা রয়েছেন হাদী তারমধ্য অন্যতম। গণতান্ত্রিক ধারা যখন জুলাই আন্দোলনে ফিরে এসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হল, আর তখনই হাদীকে গুলি করে মেরে ফেলার ষড়যন্ত্র করা হলো। এ থেকে বোঝা যায়, আগামী নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা এটি।
তারা আরও বলেন, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হাদীর উপর হামলা করা হলো, এই নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ না হতে পারে। কিন্তু জুলাই যোদ্ধারা জেগে আছে, কোন ষড়যন্ত্রকে এদেশে জয়ী হতে দেয়া হবে না।



