আর্কাইভ
logo
ads

বগুড়ায় নারীকে পুলিশ সদস্যের কু-প্রস্তাব, তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পি.এম
বগুড়ায় নারীকে পুলিশ সদস্যের কু-প্রস্তাব, তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি

বগুড়া সদর থানায় কর্মরত এসআই মোস্তাফিজ

বগুড়ায় এক নারীর করা অভিযোগের বিষয়ে প্রশ্ন করায় থানার ভেতরেই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের ভয়ের হুমকির অভিযোগ উঠেছে বগুড়া সদর থানার এসআই মোস্তাফিজের বিরুদ্ধে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদর থানার ভেতরেই এ ঘটনাটি ঘটে। এদিকে বিষয়টি নিয়ে ব্যবস্থাগ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


অভিযুক্ত পুলিশ সদস্য হলেন বগুড়া সদর থানার সাব-ইন্সপেক্টর মোস্তাফিজ। আর হুমকির শিকার বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার রাজশাহী ব্যুরো চীফ ফয়সাল হোসাইন সনি।


শনিবার দুপুরে হুমকির বিষয়ে সাংবাদিক সনি জানান, এক নারী এসআই মোস্তাফিজের বিরুদ্ধে তাকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। এ বিষয়ে তার বক্তব্য জানতে ফোন করলে ওই কর্মকর্তা স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হুমকি দেন। পরে সাংবাদিক সনি শুক্রবার সন্ধ্যায় থানায় গেলে মুখোমুখি অবস্থায় এসআই মোস্তাফিজ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হাত-পা ভেঙে ফেলা ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন।


এদিন দুপুরে এসআই মোস্তাফিজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে সাক্ষাতে কথা বলবেন জানিয়ে ফোনের লাইন কেটে দেন।


এবিষয়ে পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, বিষয়টি আমরা ইতিমধ্যে জেনেছি আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ