আর্কাইভ
logo
ads

হাদি ও চট্টগ্রামে বিএনপির প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পি.এম
হাদি ও  চট্টগ্রামে বিএনপির প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

শনিবার বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র  প্রার্থী শরিফ ওসমান হাদি ও  চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ'র উপর  হামলার প্রতিবাদে ব্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী শনিবার বেলা ১২টায়  নবাববাড়ী সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রিয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ মোশারফ হোসেন, ফজলুল বারী তালুকদার বেলাল, সহ সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জাহিদুল ইসলাম হেলাল, সহ দলীয় নেতৃবৃন্দ। সমাবেশ  শেষে প্রতিবাদ মিছিল শহরের প্রদক্ষিন করে।

সমাবেশে বক্তারা বলেন, দেশে নির্বাচন বানচাল করতে চায় তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঢাকায় হাদির মতো চট্রগ্রামে বিএনপির প্রার্থীর উপর হামলা করেছে। বাংলাদেশকে একটি আতংকের দেশ, অস্থিতিশীল দেশ বানাতে চায়। এই অপচেষ্ঠার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ