আর্কাইভ
logo
ads

জাকার্তায় বহুতল অফিস ভবনে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২০

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পি.এম
জাকার্তায় বহুতল অফিস ভবনে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২০

বহুতলে উদ্ধারকাজ চলছে। ছবি: রয়টার্স।

সাততলা অফিসে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অনেকে এখনও ভিতরে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে খবর, মঙ্গলবার বেলার দিকে জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে আগুন লেগে যায়। সে সময় অফিসে মধ্যাহ্নভোজের বিরতি চলছিল। কর্মচারীরা কেউ কেউ ভিতরেই খাবার খাচ্ছিলেন। কয়েক জন আবার বাইরে বেরিয়েছিলেন। দুপুরে প্রথমে বহুতলের একতলায় আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলে। সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানিয়েছেন, বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অনেকে এখনও বহুতলের ভিতরেই আটকে রয়েছেন বলে আশঙ্কা। তাঁদের খোঁজে উদ্ধারকাজ চালাচ্ছে দমকলবাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস টিভি-র সম্প্রচারিত একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই বহুতল থেকে একের পর এক দেহ বার করে আনছেন দমকলকর্মীরা। কোনও ভিডিয়োয় আবার দেখা যাচ্ছে, মইয়ের সাহায্যে বহুতলের উপরের তলাগুলি থেকে কর্মচারীদের নামানোর চেষ্টা চলছে। রয়টার্স জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২০। তবে ভিতরে কত জন আটকে রয়েছেন, সে সম্পর্কে বিশদে জানা যায়নি।

গত মাসের শেষে হংকঙে আগুন লেগে যায় সাতটি বহুতল আবাসনে। ওই ঘটনায় ১২৮ জনের মৃত্যু হয়। আটটি ব্লক নিয়ে তৈরি ‘ওয়াং ফুক কোর্ট’ নামের ওই কমপ্লেক্সে সব মিলিয়ে প্রায় ৪৮০০ লোকের থাকার ব্যবস্থা ছিল। এক দিকে চলছিল নির্মাণকাজ। সেখানেই হঠাৎ আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। সেই ঘটনার দু’সপ্তাহ কাটতে না কাটতেই এ বার ইন্দোনেশিয়ার এক বহুতলে অগ্নিকাণ্ড ঘটল।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ