আর্কাইভ
logo
ads

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এ.এম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩০

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উপকূল। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) আঘাত হানা এ ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন, ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন হাজার হাজার মানুষ।

জাপানের আবহাওয়া সংস্থা জারিয়েছে, আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে জারি করা সুনামি সতর্কতা এখন প্রত্যাহার করা হয়েছে। তবে ভূমিকম্পের ফলে ৭০ সেমি উঁচু ঢেউ সৃষ্টি হয়েছে।কিছু ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে এবং হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ বলেছে, আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জনসাধারণকে কমপক্ষে এক সপ্তাহের জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।সংবাদ সংস্থা রয়টার্স  জানিয়েছে, প্রায় ৯০,০০০ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আওমোরি প্রিফেকচারাল সরকার বলেছে,  প্রায় ২,৭০০ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পূর্ব জাপান রেলওয়ে উত্তর-পূর্ব উপকূল বরাবর কিছু ট্রেনের চলাচল স্থগিত করেছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ