আর্কাইভ
logo
ads

লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ এ.এম
লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

সংগৃহীত ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) মধ্যরাতে এ হামলা চালায় ইসরায়েল। যেসব এলাকা হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত এই হামলা সেখানেই চালানো হয়েছে । মাউন্ট সাফি, জবা শহর, জেফতা উপত্যকা আজ্জা এবং রুমিন আরকির মধ্যবর্তী এলাকা লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ প্রকাশিত এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহ আছে এমন সন্দেহে বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে তাদের অভিজাত রাদওয়ান ফোর্সের ব্যবহৃত একটি বিশেষ অভিযান প্রশিক্ষণ কম্পাউন্ডও রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর ব্যবহৃত বেশ কয়েকটি ভবন এবং একটি রকেট নিক্ষেপের স্থানেও আঘাত হেনেছে।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ইসরায়েল এবং লেবানন একটি সামরিক কমিটিতে তাদের বেসামরিক দূত পাঠানোর কয়েকদিন পর এই হামলা চালানো হলো।লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন শুক্রবার বলেছেন, তার দেশ ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতার প্রস্তাব গ্রহণ করেছে এবং এই আলোচনার লক্ষ্য ছিল তার দেশের উপর ইসরায়েলের অব্যাহত আক্রমণ বন্ধ করা।

২০২৪ সালে ওয়াশিংটনের মধ্যস্থতায় বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান ঘটিয়েছে।কিন্তু ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।নভেম্বরে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে শিশুসহ কমপক্ষে ১২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন এই হামলা “যুদ্ধাপরাধ” এর সমান।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ