আর্কাইভ
logo
ads

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ২৯ অক্টোবর ২০২৫, ১১:০২ এ.এম
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি বিষয়ে আলোচনায় কার্যকর সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

বুধবার (২৯ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান।

তিনি লিখেছেন, “দুর্ভাগ্যজনকভাবে আফগানিস্তান থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি। তারা আলোচনার মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে দোষারোপ ও কৌশলগত ফাঁকিবাজির আশ্রয় নিয়েছে। ফলে কোনো কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।”

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত চার দিনব্যাপী আলোচনার পর পাকিস্তান এই মন্তব্য করে। গত মাসে কাবুলে ৯ অক্টোবরের বিস্ফোরণের দায় পাকিস্তানের ওপর চাপায় তালেবান সরকার। এরপর থেকেই দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তান পাকিস্তানবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে হামলার সুযোগ তৈরি করছে। এসব ঘটনার জেরে দুই দেশের সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে উঠেছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আলোচনায় অংশ নিয়েছিল। কিন্তু আফগানিস্তান সন্ত্রাসীদের প্রতি প্রকাশ্য সমর্থন দেখিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।”

তিনি আরও জানান, পাকিস্তান নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আমরা সন্ত্রাসী গোষ্ঠী, তাদের আশ্রয়দাতা, প্ররোচনাকারী এবং সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

অন্যদিকে, এ বিষয়ে এখনো আফগানিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে ১৯ অক্টোবর দোহায় এক দফা আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি পুনর্বহাল করা হয়েছিল। পরবর্তীতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তিচুক্তি বিষয়ক বৈঠকেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ