আর্কাইভ
logo
ads

বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশকাল: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পি.এম
বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৬ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে প্রায় তিন সপ্তাহ। শনিবার বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা তিন সপ্তাহ বা তার কিছুটা বেশি সময় চলতে পারে। নির্দিষ্ট সময়সীমা শিগগিরই পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবার বাছাই পরীক্ষা থাকবে না। অর্থাৎ, দুই ধাপে নয়—শুধুমাত্র এক ধাপের লিখিত পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম-পদ্ধতি অপরিবর্তিত থাকবে।

এইচএসসি ফলাফলের ভিত্তিতে আবেদন যোগ্যতা পরিবর্তন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক জলিল বলেন, ফলাফল খারাপ হয়নি; বরং এবার প্রকৃত মূল্যায়নের ফল এসেছে। যারা সত্যিকারভাবে মেধাবী, তারাই জিপিএ-৫ পেয়েছে। তাই আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না।

আগের মতোই আবেদন করতে হলে এইচএসসিতে জিপিএ ৫ থাকতে হবে, এবং পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত—এই তিন বিষয়ে পৃথকভাবে জিপিএ ৫ অর্জন করতে হবে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ