আর্কাইভ
logo
ads

নেপালের নিয়ন্ত্রণ নিল দেশটির সেনাবাহিনী

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ এ.এম
নেপালের নিয়ন্ত্রণ নিল দেশটির সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

নেপালে চলমান বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। মঙ্গলবার রাতের এক বিবৃতিতে সেনা কর্তৃপক্ষ জানায়—"যদি সহিংস কর্মকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত থাকে, তবে রাত ১০টা (স্থানীয় সময়) থেকে সেনাসহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বাধ্য হবে।"

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বসনেত স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, কিছু গোষ্ঠী বর্তমান সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করে সাধারণ নাগরিক ও সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে, লুটপাটে জড়াচ্ছে এবং অগ্নিসংযোগ ঘটাচ্ছে। তিনি সতর্ক করে দেন—"যদি এই কর্মকাণ্ড বন্ধ না হয়, তবে নেপাল সেনা ও অন্যান্য সব নিরাপত্তা সংস্থা রাত ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।"

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জনগণের নিরাপত্তা ও রাষ্ট্র রক্ষা সেনাবাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার। এ জন্য নাগরিকদের সেনাবাহিনীর প্রচেষ্টায় সহযোগিতা করতে আহ্বান জানানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী আপডেট দেওয়া হবে।

এ ছাড়া লুট হওয়া অস্ত্র-শস্ত্র ফেরত দেওয়ারও আলটিমেটাম দিয়েছে সেনাবাহিনী। মুখপাত্র বসনেত বলেন—"যারা অস্ত্র লুট করেছে, আমরা তাদের রাত ১০টার মধ্যে তা ফেরত দেওয়ার নির্দেশ দিচ্ছি।"

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সেনাপ্রধান অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে ভাষণ দেন। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি আহ্বান জানান—"সহিংস পথ পরিহার করে আলোচনার টেবিলে বসতে হবে।"

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ