আর্কাইভ
logo
ads

সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পি.এম
সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী

প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলায় এক অদ্ভুত ঘটনায় স্বামী সমুচা আনতে ভুলে যাওয়ায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, শিবম ও তার স্ত্রী সঙ্গীতার মধ্যে সমুচা আনাকে কেন্দ্র করে তীব্র ঝগড়া হয়।

ঘটনার বিবরণে বলা হয়েছে, কিছুদিন আগে সঙ্গীতা তার স্বামীকে বাজার থেকে সমুচা আনতে বলেন। শিবম তা ভুলে যান এবং পরের দিন আনবেন বলে আশ্বাস দেন। এরপরও বিষয়টি নিয়ে দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ, সঙ্গীতা তার পরিবারের সদস্যদের ডেকে শিবম এবং তার বাবাকে মারধর করেন।

ঘটনার পর পঞ্চায়েত ডাকলেও সেখানে আবারও ঝগড়া ঘটে এবং শিবমকে তার স্ত্রী ও ভাইয়েরা মারধর করে। এতে শিবম ও তার বাবা হাসপাতালে ভর্তি হন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সঙ্গীতা এবং তার তিনজন ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

সূত্র: ডেকান হেরাল্ড

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ