আর্কাইভ
logo
ads

পরিবেশ দূষণের কারণ, ক্ষতিকর প্রভাব ও রোধের উপায়

যাপ্র আবহাওয়া ডেস্ক

প্রকাশকাল: ৩১ জুলাই ২০২৫, ০১:৫৭ পি.এম
পরিবেশ দূষণের কারণ, ক্ষতিকর প্রভাব ও রোধের উপায়

ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণ বলতে বুঝায় পরিবেশের এমন অবস্থা যেখানে বায়ু, পানি, মাটি বা অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলি মানুষের কার্যকলাপের কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের স্বাভাবিক গুণগত মান নষ্ট হয়। পরিবেশ দূষণ মানব ও প্রাকৃতিক জীবজগতে বিরূপ প্রভাব ফেলে এবং এটি পৃথিবীর স্বাস্থ্য ও স্থায়িত্বের জন্য বড় এক হুমকি।

পরিবেশ দূষণের কারণ

১. বায়ু দূষণ: গাড়ি, কারখানা, জ্বালানির পোড়ানোর ফলে বায়ুর মধ্যে বিষাক্ত গ্যাস ও ধূলিকণা মিশে যায়।
২. জল দূষণ: কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক, প্লাস্টিক বর্জ্য, কৃষি রাসায়নিক জলাশয়ে প্রবাহিত হওয়া।
৩. মাটি দূষণ: কেমিক্যাল, পলিথিন, বর্জ্য সামগ্রী মাটিতে ফেলে দেওয়া।
৪. শব্দ দূষণ: যানবাহন, কলকারখানা, হট্টগোল ইত্যাদি।

পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাব

  • শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক অসুখ।

  • পানির দূষণের কারণে জলজ জীববৈচিত্র্য হ্রাস।

  • মাটির উর্বরতা কমে যাওয়া।

  • গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তন।

পরিবেশ দূষণ রোধের উপায়

  • গাছ লাগানো ও রক্ষা করা।

  • বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা।

  • পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করা।

  • পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার।

  • সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ আইন মেনে চলা।

পরিবেশ দূষণ রোধ করাই আমাদের সবার দায়িত্ব, কারণ পরিষ্কার ও সবুজ পরিবেশে জীবন গড়ে তোলা সকলের অধিকার।ৃৃৃ

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ