আর্কাইভ
logo
ads

জরুরি প্রয়োজনে ভারত থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন চাল

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পি.এম
জরুরি প্রয়োজনে ভারত থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন চাল

সংগৃহীত ছবি

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চালের প্রতি কেজি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে মোট ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর অংশ হিসেবে সরকারি খাদ্য মজুত বাড়ানো এবং বিতরণ ব্যবস্থা সচল রাখতে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়।

এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ছয়টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে সব কটি প্রস্তাবই আর্থিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি মেট্রিক টন চাল সরবরাহ করবে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলারে।এই হিসাবে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ