আর্কাইভ
logo
ads

জুবিন গার্গের রহস্যমৃত্যু মামলায় ৩ হাজার ৫০০ পৃষ্ঠার চার্জশিট

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এ.এম
জুবিন গার্গের রহস্যমৃত্যু মামলায় ৩ হাজার ৫০০ পৃষ্ঠার চার্জশিট

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত। দীর্ঘ অনুসন্ধান শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) প্রায় ৩ হাজার ৫০০ পৃষ্ঠার বিশাল চার্জশিট আদালতে দাখিল করেছে।

গত শুক্রবার গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিটটি জমা দেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, বিপুল নথিপত্রসংবলিত এই চার্জশিট চারটি বড় ট্রাঙ্কে করে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে ছয়টি গাড়ির বহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন।

এমপি গুপ্তার নেতৃত্বে গঠিত নয় সদস্যের বিশেষ দলটি দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্ত পরিচালনা করে। চার্জশিটে বিপুল সংখ্যক দলিল, আলামত ও সাক্ষ্য সংযুক্ত করা হয়েছে, যেখানে ঘটনার ধারাবিবরণী ও সংশ্লিষ্টদের ভূমিকার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ৫২ বছর বয়সী জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় প্রাণ হারান। সে সময় তিনি ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ওঠে এবং আসামজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

জনগণের চাপের মুখে আসাম সরকার এসআইটি গঠন করে তদন্ত শুরু করে। এখন পর্যন্ত এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন। তদন্তকালে ৩০০’র বেশি সাক্ষীর জবানবন্দি সংগ্রহ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ